Friday, September 4, 2009

বন্ধুসভার বন্ধুদের জন্য

করছি, করবো এই কথাগুলো বলে আমরা যারা অনবরত নাকে তেল দিয়ে ঘুমাই, কিছু বাচ্চা ছেলে-মেয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ করতে হয়। যেমন ধরা যাক, বন্ধুসভার বন্ধুদের কথা। কতই বা বয়স আমাদের এই ক্ষুদে বন্ধুদের; ২০-২৫?!! কোনো ভালো কিছু করার চেষ্টা করে দেখুন আর তার সাথে বন্ধুসভার বন্ধুদের রাখার পরিকল্পনা করুন। আপনার চেষ্টার, চিন্তার বাস্তব এবং স্বার্থক রুপ দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আমার ধারনা কবির কবিতার কিছু ছত্র (যৌবন যার, যুদ্ধে যাবার সময় এখন তার-ই) আমার এই বন্ধুদের মাথায় ঢুকে গেছে, ওরা আর বের হতে পারছে না এই মন্ত্র থেকে।

(আমি সব সময় প্রার্থনা করি আমার এই বন্ধুরা যেন এই মন্ত্রনা থেকে বের হতে না পারে :D)

2 comments:

Unknown said...

তেনারা কি করসেন?

Sabila Enun said...

ইয়াফী কে বলছি - পেপার পত্রিকা পড়ুন, জানতে পারবেন।