Monday, August 31, 2009

Sahana FOSS Disaster Management System

সাহানা একটি মুক্ত সোর্স কোড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা সফটওয়্যার। দুর্যোগকালীন সময়ে উদ্ভুত সমস্যাসমুহ সমন্বয়ের মাধ্যমে সমাধান দেয়ার জন্য এটি একটি ওয়েব ভিত্তিক সহযোগীতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কার্যকর।
দুর্যোগকালীন সময়ে বিভিন্ন বিষয়ে সমন্বয় সংক্রান্ত যে সব সমস্যা হয়ে থাকে (যেমন - হারানো বিজ্ঞপ্তি সংবাদ প্রচারণা, আশ্রয় কেন্দ্রের পরিপূর্ণ তালিকা, স্বেচ্ছাসেবকদের যথাযথভাবে ব্যবহার করা, খাদ্য এবং পানীয় সরবরাহ ইত্যাদি ) সাহানা ব্যবহার করে সেগুলোর সমাধান করা সম্ভব।
সাহানা-কে প্রস্তুত করা হয়েছে নিচের বিষয়গুলো মাথায় রেখে -
  • দুর্গতদের সাহায্যার্থে তথ্য – প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার
  • দুর্যোগের সময় সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সবাইকে একই মঞ্চে কাজ করার সুযোগ করে দেয়া
  • দুর্যোগ এবং দুর্গত সংক্রান্ত তথ্যের যাতে ভুল ব্যবহার না হয়, কোনো তথ্য যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা
  • সর্বোপরি সবার জন্য একটি মুক্ত, অলাভজনক প্রযুক্তি সেবা দেয়া যাতে প্রান্তিক পর্যায়ের সাধারন মানুষ-ও উপকৃত হয়।