Sunday, October 25, 2009

happy birthday BdOSN

happy birthday to bangladesh open source network


Tuesday, October 6, 2009

had a gr8 journey on the way to bagerhat gayan utshob 09

started journey from dhaka on 01 october 09.
team members - Lutfuzzaman sir, Zafar Iqbal Sir, Nabi vai and badol
starting time - 9:30 am though it was suppose to be on 9:00 am. i should ask - 9tar bus koytay chare!!!!????




















Friday, September 4, 2009

বাগেরহাট হবে ডিজিটাল

ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে আমরা সবাই বোধোয় একযোগে ঝাপিয়ে পরেছি। পুরো ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ মজার এবং কাজের মনে হচ্ছে।  একদল মানুষ অনবরত চেষ্টা করছে সবাইকে ডিজিটাইজড করার। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ঢাকায় বসবাসকারী একটা ছেলে/মেয়ে-র সাথে প্রান্তিক শ্রেণীর আরেকজন মানুষের এই পরিচয় পর্বটা কিংবা পরিচয় করানোর চেষ্টাটা অবশ্যই প্রশংসার দাবী রাখে।

এরই ধারাবাহিকতায় আরেকটি সংযোজন বাগেরহাট জেলাকে ডিজিটাইজড করা। অক্টোবর মাসের  ২ এবং ৩ তারিখ হবে এই কার্যক্রম। তবে এটাকে শুরু এবং শেষ ভাবার কোনো কারন নেই। কারন এটা মাত্র শুরু, শেষতো করবো আমরা ...আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম...

দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে বাগেরহাট জেলাকে ডিজিটাল করার জন্য কি কি করতে হবে তা বের করা, কী
কী হচ্ছে তা জানা ও জানানো আর সর্বোপরি নিজেদের তৈরি করা

সম্ভাব্য কর্মসূচি

প্রথম দিন

বর্ণাঢ্য শোভাযাত্রা : স্বাধীনতা চত্ত্বর থেকে শিল্পকলা একাডেমি
তথ্য মেলা প্রদর্শনী
উদ্ভাবনী মেলা
সুন্দরবনকে ভোট দেওয়ার বুথ
সেমিনার : ডিজিটাল বাগেরহাট : করনীয় নির্ধারণ
উইকিপিডিয়ার জন্য ছবি প্রতিযোগিতা
সাংস্কৃতিক অনুষ্টান
টেলিস্কোপে আকাশ দেখা ও আকাশ চেনা প্রতিযোগিতা
ক্যাবল নেটওয়ার্কে তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদশর্নী
গণিত অলিম্পয়াড
উত্তর পত্র মূল্যায়ন
সংখ্যা বিষয়ক কর্মশালা - শিক্ষার্থীদের জন্য
গণিত শিক্ষকদের জন্য কর্মশালা

দ্বিতীয় দিন
উইকিপিডিয়াতে বাগেরহাটের তথ্য হালনাগাদ করা
সেমিনার : অপরাধ দমনে তথ্য প্রযুক্তি
শিক্ষার্থীদের জন্য কম্পিউটারে উপস্থাপনা প্রতিযোগিতা
মুক্ত আলোচনা : ডিজিটাল বাগেরহাট – কীভাবে এগোবো
পুরস্কার বিতরণী


আপনিও চলে আসুন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে যোগ দিতে। নিয়ে আসুন আপনার কোনো একজন বন্ধুকে। আসতে পারছেন না। কোনো সমস্যা নেই। আপনার চিন্তাটা আমাদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার এই চিন্তাই আমাদের কাজকে আরেকটু এগিয়ে দিলো...

বন্ধুসভার বন্ধুদের জন্য

করছি, করবো এই কথাগুলো বলে আমরা যারা অনবরত নাকে তেল দিয়ে ঘুমাই, কিছু বাচ্চা ছেলে-মেয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ করতে হয়। যেমন ধরা যাক, বন্ধুসভার বন্ধুদের কথা। কতই বা বয়স আমাদের এই ক্ষুদে বন্ধুদের; ২০-২৫?!! কোনো ভালো কিছু করার চেষ্টা করে দেখুন আর তার সাথে বন্ধুসভার বন্ধুদের রাখার পরিকল্পনা করুন। আপনার চেষ্টার, চিন্তার বাস্তব এবং স্বার্থক রুপ দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আমার ধারনা কবির কবিতার কিছু ছত্র (যৌবন যার, যুদ্ধে যাবার সময় এখন তার-ই) আমার এই বন্ধুদের মাথায় ঢুকে গেছে, ওরা আর বের হতে পারছে না এই মন্ত্র থেকে।

(আমি সব সময় প্রার্থনা করি আমার এই বন্ধুরা যেন এই মন্ত্রনা থেকে বের হতে না পারে :D)

Tuesday, September 1, 2009

আমি এবং আমার দুই বছরের after grad জীবন

সময় যে কেমন করে পার হয়ে যায় টের-ই পেলাম না। এখনো মনে হয় মাত্র সেদিন পাশ করলাম। হাসতে হাসতেই জবে জয়েন করলাম...আজকে হঠাৎ করে আবিষ্কার করলাম আমি গত ২ বছর ধরে চাকরী করছি এবং বর্তমান অফিসটি আমার ৩য় কর্মস্থল।

এই দুই বছরে কোথায় কোথায় কাজ করলাম, কি শিখলাম, কেমন শিখলাম কিংবা আদৌ কিছু শিখলাম কিনা সেটা একটা বড়
Q হতে পারে...মানুষ নাকি একই অফিসে জীবন পার করে দেয়, আর আমি সেই খানে মাত্র ২ বছরে কেনো ৩য় জব করছি সেটাও একটা বড় Q হতে পারে। জনা পঞ্চাশেক লোক ধরে নিয়ে এই Q গুলো করা হলে আমি সিওর যে অন্তত ৩০ রকমের বিভিন্ন উত্তর পাবো।

এতো টপিক থাকতে কেনো জব নিয়ে কচ কচ করছি সেটাও একটা বড় Q হয়ে যাচ্ছে এখন আমার নিজের কাছেই। উত্তর তো খুঁজে পাচ্ছি না...

কি আর করা...সেই উত্তর না হয় আরেকদিন খুঁজবো...

Monday, August 31, 2009

Sahana FOSS Disaster Management System

সাহানা একটি মুক্ত সোর্স কোড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা সফটওয়্যার। দুর্যোগকালীন সময়ে উদ্ভুত সমস্যাসমুহ সমন্বয়ের মাধ্যমে সমাধান দেয়ার জন্য এটি একটি ওয়েব ভিত্তিক সহযোগীতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কার্যকর।
দুর্যোগকালীন সময়ে বিভিন্ন বিষয়ে সমন্বয় সংক্রান্ত যে সব সমস্যা হয়ে থাকে (যেমন - হারানো বিজ্ঞপ্তি সংবাদ প্রচারণা, আশ্রয় কেন্দ্রের পরিপূর্ণ তালিকা, স্বেচ্ছাসেবকদের যথাযথভাবে ব্যবহার করা, খাদ্য এবং পানীয় সরবরাহ ইত্যাদি ) সাহানা ব্যবহার করে সেগুলোর সমাধান করা সম্ভব।
সাহানা-কে প্রস্তুত করা হয়েছে নিচের বিষয়গুলো মাথায় রেখে -
  • দুর্গতদের সাহায্যার্থে তথ্য – প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার
  • দুর্যোগের সময় সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সবাইকে একই মঞ্চে কাজ করার সুযোগ করে দেয়া
  • দুর্যোগ এবং দুর্গত সংক্রান্ত তথ্যের যাতে ভুল ব্যবহার না হয়, কোনো তথ্য যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা
  • সর্বোপরি সবার জন্য একটি মুক্ত, অলাভজনক প্রযুক্তি সেবা দেয়া যাতে প্রান্তিক পর্যায়ের সাধারন মানুষ-ও উপকৃত হয়।

Sunday, August 9, 2009

পিজিন ব্যবহার করুন - বাংলায়

পিজিন কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বাংলায় ব্যবহার করার জন্য আমাদেরকে দুটি প্রাথমিক কাজ করে নেয়া প্রয়োজন

  • উইন্ডোজ-এর Environment Variable র পরিবর্তন
  • Appearance থেকে Font পরিবর্তন
উইন্ডোজ-এর Environment Variable-র পরিবর্তন

  1. ডেস্কটপে সংরক্ষিত My Computer আইকনটির উপর মাউসের Right Buttonটি ক্লিক করুন
  2. Properties-এ ক্লিক করুন
  3. System Properties উইন্ডোটিতে Advanced ট্যাবটিতে যান
  4. নিচের দিকে দেখুন একটি বাটন আছে - Environment Variables, ক্লিক করুন।
  5. System Variables এর নিচের New বাটনটিতে ক্লিক করুন
  6. Variable name ঘরটিতে লিখুন PIDGINLANG
  7. Variable value ঘরটিতে লিখুন bn_bd।
  8. OK ক্লিক করুন।
  9. Environment Variables উইন্ডোটির OK ক্লিক করুন ।
  10. System Properties ডায়লগের OK বোতাম ক্লিক করুন, এই ধাপটির মাধ্যমে পিজিন শুরু হবার প্রাথমিক ভাষা হিসেবে বাংলা কে নির্বাচন করা হলো।
উইন্ডোজ চালু হবার সময়ে পিজিনের প্রাথমিক ভাষা কি হবে তা দেখা হয়ে থাকে, যা হলো ইংলিশ। যখন আমরা Environment Variable হিসেবে বাংলা দেয়া হলো তখন পিজিন শুরু হবার সময় উইন্ডোজ বাংলাকে পিজিনের প্রাথমিক ভাষা হিসেবে নিয়ে থাকে।

Appearance থেকে Font পরিবর্তন


  1. আপনার ডেস্কটপের যে কোন যায়গাতে মাউসের ডান বোতাম ক্লিক করুন
  2. Properties এ ক্লিক করুন, Display Properties ডায়লগ আসবে
  3. Display Properties উইন্ডোটিতে Appearance ট্যাবে যান
  4. Advanced বোতামে ক্লিক করুন, Advanced Appearance ডায়লগটি আসবে
  5. Advanced Appearance ডায়লগ থেকে Item মেনু থেকে Active Title Bar, Icon, Inactive, Title Bar, Menu, Message Box, Palette Title, Selected Items এবং ToolTip টপিকগুলো পর্যায়ক্রমে নির্বাচিত করুন এবং Font থেকে Mukti কিংবা SolaimanLipi নির্বাচন করুন।
  6. OK ক্লিক করুন।
  7. Appearance উইন্ডোটিতে OK ক্লিক করুন।
  8. Display Properties উইন্ডোটিতে OK ক্লিক করুন।