Tuesday, September 1, 2009

আমি এবং আমার দুই বছরের after grad জীবন

সময় যে কেমন করে পার হয়ে যায় টের-ই পেলাম না। এখনো মনে হয় মাত্র সেদিন পাশ করলাম। হাসতে হাসতেই জবে জয়েন করলাম...আজকে হঠাৎ করে আবিষ্কার করলাম আমি গত ২ বছর ধরে চাকরী করছি এবং বর্তমান অফিসটি আমার ৩য় কর্মস্থল।

এই দুই বছরে কোথায় কোথায় কাজ করলাম, কি শিখলাম, কেমন শিখলাম কিংবা আদৌ কিছু শিখলাম কিনা সেটা একটা বড়
Q হতে পারে...মানুষ নাকি একই অফিসে জীবন পার করে দেয়, আর আমি সেই খানে মাত্র ২ বছরে কেনো ৩য় জব করছি সেটাও একটা বড় Q হতে পারে। জনা পঞ্চাশেক লোক ধরে নিয়ে এই Q গুলো করা হলে আমি সিওর যে অন্তত ৩০ রকমের বিভিন্ন উত্তর পাবো।

এতো টপিক থাকতে কেনো জব নিয়ে কচ কচ করছি সেটাও একটা বড় Q হয়ে যাচ্ছে এখন আমার নিজের কাছেই। উত্তর তো খুঁজে পাচ্ছি না...

কি আর করা...সেই উত্তর না হয় আরেকদিন খুঁজবো...