Sunday, August 9, 2009

পিজিন ব্যবহার করুন - বাংলায়

পিজিন কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বাংলায় ব্যবহার করার জন্য আমাদেরকে দুটি প্রাথমিক কাজ করে নেয়া প্রয়োজন

  • উইন্ডোজ-এর Environment Variable র পরিবর্তন
  • Appearance থেকে Font পরিবর্তন
উইন্ডোজ-এর Environment Variable-র পরিবর্তন

  1. ডেস্কটপে সংরক্ষিত My Computer আইকনটির উপর মাউসের Right Buttonটি ক্লিক করুন
  2. Properties-এ ক্লিক করুন
  3. System Properties উইন্ডোটিতে Advanced ট্যাবটিতে যান
  4. নিচের দিকে দেখুন একটি বাটন আছে - Environment Variables, ক্লিক করুন।
  5. System Variables এর নিচের New বাটনটিতে ক্লিক করুন
  6. Variable name ঘরটিতে লিখুন PIDGINLANG
  7. Variable value ঘরটিতে লিখুন bn_bd।
  8. OK ক্লিক করুন।
  9. Environment Variables উইন্ডোটির OK ক্লিক করুন ।
  10. System Properties ডায়লগের OK বোতাম ক্লিক করুন, এই ধাপটির মাধ্যমে পিজিন শুরু হবার প্রাথমিক ভাষা হিসেবে বাংলা কে নির্বাচন করা হলো।
উইন্ডোজ চালু হবার সময়ে পিজিনের প্রাথমিক ভাষা কি হবে তা দেখা হয়ে থাকে, যা হলো ইংলিশ। যখন আমরা Environment Variable হিসেবে বাংলা দেয়া হলো তখন পিজিন শুরু হবার সময় উইন্ডোজ বাংলাকে পিজিনের প্রাথমিক ভাষা হিসেবে নিয়ে থাকে।

Appearance থেকে Font পরিবর্তন


  1. আপনার ডেস্কটপের যে কোন যায়গাতে মাউসের ডান বোতাম ক্লিক করুন
  2. Properties এ ক্লিক করুন, Display Properties ডায়লগ আসবে
  3. Display Properties উইন্ডোটিতে Appearance ট্যাবে যান
  4. Advanced বোতামে ক্লিক করুন, Advanced Appearance ডায়লগটি আসবে
  5. Advanced Appearance ডায়লগ থেকে Item মেনু থেকে Active Title Bar, Icon, Inactive, Title Bar, Menu, Message Box, Palette Title, Selected Items এবং ToolTip টপিকগুলো পর্যায়ক্রমে নির্বাচিত করুন এবং Font থেকে Mukti কিংবা SolaimanLipi নির্বাচন করুন।
  6. OK ক্লিক করুন।
  7. Appearance উইন্ডোটিতে OK ক্লিক করুন।
  8. Display Properties উইন্ডোটিতে OK ক্লিক করুন।